নবদ্বীপ: সীতানাথ লেন থেকে উদ্ধার হওয়া প্রকাণ্ড চন্দ্রবোড়া সাপকে শুক্রবার দুপুরে তুলে দেওয়া হল বনদপ্তরের এক কর্মীর হাতে
Nabadwip, Nadia | Oct 24, 2025 সম্প্রতি প্রতাপনগর থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে ক্রমশ চন্দ্রবোড়া সাপের মতো বিষধর সাপের বৃদ্ধিতে চিন্তিত শহরের আপামার বাসিন্দা,অন্যদিকে সাপ ধরতে গিয়ে চন্দ্রবোড়া সাপের ছোবলে মৃত্যু হয় দীপ বালা নামক এক যুবকের,ওই ঘটনার পর থেকে সহরবাসীর কাছে আতঙ্ক ছড়িয়ে পড়ে,এরপর একে একে শহরের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হয় একাধিক চন্দ্রবোড়া সাপ,আজ সীতানাথ লেন থেকে উদ্ধার হওয়া প্রকাণ্ড চন্দ্রকড়া সাপটিকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়।