পাথরপ্রতিমা: পুকুরের তোলা পানা ফেলে দেওয়ার প্রতিবাদে ঢোলাহাট থানার কোয়াবেড়িয়া এলাকায় স্বামী, স্ত্রী, ও ননদকে মারধোর করার অভিযোগ
গতকাল অর্থাৎ ২৮ নভেম্বর সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনা জেলার ঢোলাহাট থানার কোয়াবেড়িয়া এলাকায় পুকুরের পানা তুলে ওপর রাখছিলেন গৃহবধূ ও তার ননদ,সেই সময় জ্ঞাতি প্রতিবেশী এসে গালাগালি করার পাশাপাশি সেই পানা পা দিয়ে জলে ফেলে দেয়,প্রতিবাদ করলে গৃহবধূকে লাথি মেরে জলে ফেলে দেওয়া হয় জল থেকে ওঠার চেষ্টা করলে কাপড় ধরে টানাটানি করা হয়,বাঁচাতে এসে আক্রান্ত হন স্বামী