কাঁকসা: রেলপাড়ে বাইক ও স্কুটির সংঘর্ষে আহত ৩বাইক আরোহী,স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়
সড়ক দুর্ঘটনায় আহত হল তিনজন বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে পানাগড়ের রেলপাড়ে পানাগড়-সিলামপুর রোডে। স্থানীয়রা জানিয়েছেন একটি বাইকে করে তিনজন দ্রুত গতিতে পানাগড়ের দিকে আসার সময় একটি স্কুটিতে দ্রুত গতিতে এসে ধাক্কা মারে। স্কুটি আরোহীর কিছু না হলেও। বাইকে থাকা তিনজন আহত হয়। স্থানীয়রা ছুটে গিয়ে তিনজনকে উদ্ধার করে একটি মোটরভ্যানে চাপিয়ে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়। স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর তিন জনকে ছেড়ে দেওয়া হয়।