সবং: সবংয়ে BLA-2 এবং বুথ সভাপতিদের নিয়ে বৈঠকে সেচমন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া
রবিবার বিকেলে চার টায় পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বিশেষ বৈঠকে সবং বিধানসভার বিধায়ক তথা রাজ্যের সেচমন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া।এদিন সবং বিধানসভার অন্তগর্ত প্রত্যেকটি BLA-2 এবং বুথ সভাপতিদের নিয়ে বুথ ভিত্তিক রিপোর্ট সংগ্রহ করেন মন্ত্রী। মূলত এস আই আর নিয়েই বিশেষ ট্রেনিং দেন দলের BLA-2 এবং বুথ সভাপতিদের।আগামী একমাস নিজেদের বুথে বুথে পাড়ায় পাড়ায় বসে কাজ করতে হবে বার্তা দেন মন্ত্রী।