ইসলামপুর: ১১ দফা দাবিতে ইসলামপুররের সিডিপিওর কাছে স্মারকলিপি জমা করলেন আইসিডিএস ওয়ার্কাররা
কেন্দ্রিয় সরকারের আদেশনামা ও অর্থ বরাদ্বের মাধ্যমে সুসংহত শিশু বিকাশ প্রকল্পের সমস্ত শিশু কেন্দ্রের অন-লাইন পোষনের কাজের জন্য অঙ্গনওয়াড়ী কর্মীদের স্মার্ট ফোন প্রদানের সিদ্ধান্তের সহিদ অঙ্গনওয়াড়ী কর্মীদের অপমান, অসম্মান, মানসিক অত্যাচার করার শর্ত ও মুচলেকা দিতে বাধ্য করার বিরুদ্ধে বুধবার ইসলামপুররের সিডিপিওর কাছে স্মারকলিপি জমা করলেন আইসিডিএস ওয়ার্কাররা।তারা সাফ জানিয়েদিয়েছন যে এই স্মার্ট ফোন নিবেন না। ওয়ার্কাররা বলেন, শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের আদেশনামা