বাসন্তী: চুনাখালিতে পারিবারিক শ্যামা পুজোয় ঢাক বাজিয়ে পরিবারের সকল সদস্যরা মেতে উঠেছে,প্রসাদ বিতরণ।
বাসন্তী দক্ষিণ ২৪ পরগনা চুনাখালি পারিবারিক শ্যামা পুজোয় মেতে উঠেছে পরিবারে সকল সদস্যরা ঢাকবাজিয়ে,পাড়ায় চলতো চতুর্দিকে শ্যামাপূজো,ঠিক সেই সময় চুনখালি অঞ্চলে শিক্ষক নিমাই মালি মহাশয়ের সুপুত্র ছোট থেকে হাতে বানানো খেলনা শ্যামা মায়ের মূর্তি পুজো করতেন বছর চারেকের শিশু,বাড়িতে ছিল কোনো কালি পুজো,আজ সেই পুজো দেখতে দেখতে ১৭ বছর ধরে পারিবারিক শ্যামা পুজো উৎযাপন করছেন সপরিবারে সকল সদস্য মঙ্গলবার সকাল ১০ নাগাদ পাবলিক অ্যাপের ক্যামেরার মাধ্যমে কি বললেন শুনুন