মুরারই ১: বিধায়কের প্রচেষ্টাই শুরু হলো মুরারই হয়ে সিউড়ি যাবার সরকারি বাস পরিষেবা, চালককে ফুল ও মিষ্টি দিয়ে জানান অভিনন্দন
মুরারই বিধানসভার তৃণমূল বিধায়ক ডাক্তার মোশারফ হোসেনের প্রচেষ্টায় শুরু হলো আজ থেকে সরকারি বাস পরিষেবা। মুর্শিদাবাদের ওমরপুর থেকে বীরভূমের,পাইকর,মুরারই হয়ে সিউড়ি পর্যন্ত চলবে এই সরকারি বাস পরিষেবা। এদিন ২৪ নভেম্বর সোমবার সকালের দিকে মুর্শিদাবাদের ওমরপুর থেকে বাসটি রওনা দেয়। এবং মুরারই ভাদিশ্বর মোড়ে বাসচালককে মিষ্টি ও ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। উপস্থিত ছিলেন মুরারই বিধানসভার তৃণমূল বিধায়ক ডাক্তার মোশারফ হোসেন সহ স্থানীয় তৃণমূল নেতৃত্বরা।