দেগঙ্গা: ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে দেগঙ্গার কর্মতীর্থের সামনে অনশন মঞ্চ বেঁধে একদিনের অনশন করল আইএসএফ নেতাকর্মীরা
দেগঙ্গা ব্লকের নুরনগর গ্রাম পঞ্চায়েত এর আইএসএফের উদ্যোগে ওক্ষাপ সংশোধনী আইনে ২০২৫ এর প্রতিবাদে এবং রাজ্য সরকার ও ওয়াকফ নিয়ে মুসলিম জাতির সাথে দ্বিচারিতা করছে এর প্রতিবাদে একদিনের অনশন করল আইএসএফের নেতাকর্মীরা। সোমবার বেলা ১০টা থেকে দেগঙ্গা থানার পাশে কর্ম তীর্থের সামনে অনশন মঞ্চ বেঁধে অনশন করেন তারা। অনশন চলে বিকেল পাঁচটা পর্যন্ত। আইএসএফ নেতা তাপস ব্যানার্জি অনশনে অংশগ্রহণ করা আইএসএফ কর্মীদের ফলের রস খাইয়ে অনশন ভঙ্গ করান। এদিনের অনশন মঞ্চে উপস্থিত ছিলে