ফরিদপুর দুর্গাপুর: দুর্গাপুর ইস্পাত নগরীর বিজোন এলাকার বেলতলা কালীবাড়ির দুর্গা মন্দিরে নবমীর দিন কুমারী পূজার আয়োজন
রীতি অনুযায়ী দূর্গা পূজার নবমীর দিনকে কুমারী পূজোর প্রচলন আছে। আর সেই মোতাবিক দুর্গাপুর ইস্পাত নগরীর বিজোন এলাকার বেলতলা কালীবাড়ির দুর্গা মন্দিরে নবমীর দিনকে কুমারী পূজা অনুষ্ঠিত হলো বুধবার সকাল সাড়ে ১১ টায়। দুর্গাপুরে এই ইস্পাত নগরীর বেলতলা কালী বাড়ির দুর্গা মন্দিরে ১৬ বছর ধরে হয়ে আসছে নবমীর দিনকে কুমারী পুজো। দুর্গা মায়ের সামনে কুমারীদের বসিয়ে পুরোহিত মশাই কুমারী পুজো করলেন। উপস্থিত ছিলেন এলাকার বয়েজ্যেষ্ঠ ব্যক্তিগণ।