কুমারগ্রাম: বারবিশার লস্করপাড়ার শ্রী বামন গোস্বামী গৌড়ীয় মঠে চুরি, খোয়া গেল নগদ টাকা ও সোনা
বারবিশার লস্করপাড়া শ্রী বামন গোস্বামী গৌড়ীয় মঠে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার দুপুর নাগাদ মঠে এসে লক্ষ্য করা গেল, চুরির ঘটনার পর আতঙ্কিত রয়েছেন মঠের সাধুগণ ও স্থানীয়রা। শনিবার সন্ধ্যা নাগাদ সন্ধ্যারতী চলছিল। সেসময় ঘরের টিনের বেড়া কেটে ভেতরে ঢোকে দুষ্কৃতীরা। দুষ্কৃতীরা ঘরে থাকা একটি ট্রাঙ্ক নিয়ে চম্পট দেয়। পরবর্তীতে এলাকারই একটি শ্মশানঘাটে ট্রাঙ্কটি পাওয়া যায়। তবে ট্রাঙ্কে থাকা নগদ ৪০-৫০ হাজার টাকা ও প্রায় ১ ভরি সোনার খোঁজ মেলেনি।