সাঁকরাইল: সাঁকরাইল খাঁ পাড়া এলাকায় পথ দুর্ঘটনা আহত ২
নিয়ন্ত্রণ হারিয়ে সিগন্যালে দাঁড়িয়ে থাকা কন্টেনরের পিছনে ধাক্কা মারলো অক্সিজেন বোঝাই ৪০৭ গাড়ি। জানা গেছে ঘটনাটি ঘটেছে সোমবার আনুমানিক বিকাল ৩ টে নাগাদ ১৬ নম্বর জাতীয় সড়কের সাঁকরাইলের খাঁ পাড়ায় এলাকায় উলুবেড়িয়া গামী লেনে ঘটনায় ওই ৪০৭ গাড়িতে আটকে পরে গাড়ির চালক সহ হেলপার। পরে ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা পৌছে দুর্ঘটনা গ্রস্থ ওই ৪০৭ গাড়ি থেকে চালক ও হেলপারকে উদ্ধার করে। ঘটনার জেরে ক্ষতিগ্রস্ত হয় ওই ৪০৭ গাড়িটি, পাশাপাশি বেশ কিছুক্ষণ যানজটের