হরিহরপাড়া: হরিহরপাড়ায় আগ্নেয়াস্ত্র বিক্রির আগেই পুলিশের হাতে ধরা পড়ল এক ব্যক্তি
আগ্নেয়াস্ত্র বিক্রির আগেই পুলিশের হাতে ধরা পড়ল এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র বিক্রির আগেই পুলিশের জালে ধরা পড়ল এক যুবক। সোমবার রাতে হরিহরপাড়া থানার মাদারতলা কলাবাগান এলাকায় টহলদারির সময় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল এক ব্যক্তি। তাকে আটক করে তল্লাশি চালানো হলে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি। ধৃত যুবকের নাম শিব প্রসাদ ঘোষ, বাড়ি হরিহরপাড়া থানার অন্তর্গত পাড়