কলকাতা: এন্টালি থানা এলাকায় প্রৌঢ়ার দেহ উদ্ধার
এন্টালি থানা এলাকায় প্রৌঢ়ার দেহ উদ্ধার। সকাল থেকে সাড়া না পাওয়া যাওয়ায় গতকাল দরজা ভেঙে দেহ উদ্ধার রেখা সাহা (58) ছেলে কর্মসূত্রে বিদেশে থাকতো, মেয়ের বিয়ে হয়েছে বিহারে, একাই থাকতেন প্রৌঢ়া। মানসিক অবসাদ ছিল, তাই আত্মহত্যা নাকি, কোনরকম অসুস্থতাজনিত কারণে মৃত্যু, তদন্ত শুরু করেছে পুলিশ।