পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভার অন্তর্গত রঘুনাথপুর ১নম্বর ব্লকের আড়রা গ্রাম পঞ্চায়েতের আপার বেনিয়াশোলের গোয়ালাপাড়ার বেহাল রাস্তা শুক্রবার পরিদর্শন করলেন রঘুনাথপুর বিধানসভার বিধায়ক বিবেকানন্দ বাউরি।বিধায়ক জানান এদিন আড়রা গ্রাম পঞ্চায়েতের আপার বেনিয়াশোল এলাকার গোয়ালাপাড়ার বেহাল রাস্তাটি পরিদর্শন করে সেই বেহাল রাস্তার ছবি সহ আমার বক্তব্য আমি সোস্যাল মিডিয়ার মাধ্যমে তৃণমূল সরকারের উন্নয়নের ছবি জনসাধারণের কাছে তুলে ধরেছি।