চাপড়া: রবিবার কালীপূজা ও দীপাবলী উপলক্ষ্যে শ্রীনগর বারোয়ারীর পূজা পরিক্রমা ও প্যান্ডেল উদ্বোধনে চাপড়ার বিধায়ক রুকবানুর রহমান
Chapra, Nadia | Oct 19, 2025 রবিবার কালীপূজা ও দীপাবলী উপলক্ষ্যে শ্রীনগর বারোয়ারীর পূজা পরিক্রমা ও প্যান্ডেল উদ্বোধনে চাপড়ার বিধায়ক রুকবানুর রহমান, রবিবার রাত ১০ টা নাগাদ কালীপূজা ও দীপাবলী উপলক্ষ্যে চাপড়ার শ্রীনগর বারোয়ারীর পূজা পরিক্রমা ও প্যান্ডেল উদ্বোধনে বিধায়ক রুকবানুর রহমান বিধায়ককেও পূজা কমিটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়, বিধায়কও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আর রবিবার এমনই চিত্র ফুটে উঠল আমাদের ক্যামেরায়।