খড়গপুর ১: খড়গপুরে নতুন মহকুমাশাসক হচ্ছেন সুরভি সিংলা, পুরুলিয়ার ADM পদে বদলি হলেন যোগেশ অশোকরাও পাতিল
রাজ্যের রদ বদলের তালিকায় রয়েছে খড়্গপুরের নাম। খড়্গপুরের মহকুমা শাসককে বদলি করা হলো অন্যত্র। আজ সোমবার সন্ধ্যা প্রায় সাড়ে আটটা নাগাদ জানা গিয়েছে খড়্গপুরের বর্তমান মহকুমাশাসক যোগেশ অশোেকরাও পাতিল বদলি হচ্ছেন পুরুলিয়ায়। সেখানে অতিরিক্ত জেলাশাসক পদে বদলি হলেন তিনি। তার পরিবর্তে খড়গপুরে নতুন মহকুমাশাসক হচ্ছেন সুরভি সিংলা (আইএএস)।