কার্শিয়ং: সেবকের কাছে ধসের কবলে পড়ল যাত্রীবাহী গাড়ি, অল্পের জন্য প্রাণে রক্ষা পেল যাত্রীরা
ধসের কবলে পরল যাত্রীবাহী গাড়ি। ঘটনা ১০ নম্বর জাতীয় সড়কের সেবকের কাছে পাগলাঝোড়া এলাকায়। জানা গিয়েছে এদিন সকাল 9 টা নাগাদ একটি যাত্রীবাহী গাড়ি ওই যাচ্ছিল সেই সময় পাহাড়ের উপর থেকে আচমকাই বড় বড় পাথর গড়িয়ে পড়ে গাড়িটির উপর। তবে পাথরগুলি গাড়িটির উপর পড়লেও অল্পের জন্য রক্ষা পায় যাত্রীরা। জানা গিয়েছে সেই সময় গাড়িতে 5 জন যাত্রী ছিলেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দার্জিলিং জেলা পুলিশের কার্শিয়াং থানার অন্তর্গত সেবক ফাঁড়ির পুলিশ।