বাগনান ১: বাগনান থানার অন্তর্গত কল্যাণপুর আমতলায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের
গত রাত্রি থেকে অতি ভারী বৃষ্টির ফলে হাওড়া গ্রামীণের বিভিন্ন জায়গায় জল জমেছে, তবে কল্যানপুরের আমতলা বাজারে জল জমে যাওয়ার জন্য এলাকাবাসীরা লোকাল রোড অবরোধ করে বিক্ষোভ দেখান পাশাপাশি টায়ার জালিও বিক্ষোভ দেখান এই অবরোধ প্রায় দু'ঘণ্টা ধরে চলে ঘটনাস্থলে বাগনান এক নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক তিনি এসে উপস্থিত হন পাশাপাশি উলুবেড়িয়া এসডিপিও থেকে আরম্ভ করে বাগনান থানার বড়বাবু ঘটনাস্থলে এসে পৌঁছে পুরো পরিস্থিতিটাকে সামাল দেন,