পটাশপুর ২: পটাশপুর ২ নং ব্লক হসপিটালে শিশুকে দেখাতে এসে ডাক্তার দেরিতে আসার অভিযোগ তুলে উত্তেজনা,ঘটনাস্থলে পুলিশ
এগুলার পর পটাশপুর দুই ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে উত্তেজনা ভাইরাল হল ভিডিও তা থেকে জানা গেছে আজ সকালে একটি শিশুকে হসপিটালে দেখাতে নিয়ে আসে স্থানীয় এক যুবক হসপিটালে স্বাস্থ্য আধিকারিক দেরিতে আসার অভিযোগ তুলে ওই যুবকের সঙ্গে ডাক্তারের বচসা হয় তখন ডাক্তার বাবু পুলিশকে ফোন করে, পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছালে ওই যুবক পুলিশের সামনে ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ তুলে |শেষ পর্যন্ত পরিস্থিতির সামাল দেয় পুলিশ.