এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে তৈরি হতে চলেছে বান্দোয়ানের সতেরোগড়া মোড় থেকে পুনস্যা একলব্য মডেল স্কুল পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার ঢালাই রাস্তা। মঙ্গলবার বিকেল ৩ নাগাদ রাস্তার কাজের উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক তথা জেলা তৃণমূলের সভাপতি রাজীব লোচন সরেন। কাজটির জন্য ৪৭ লক্ষ ৬ হাজার ৪৯০ টাকা বরাদ্দ করেছে আদিবাসী উন্নয়ন বিভাগ।