সোনামুড়া: বানের আতঙ্কে আতঙ্কিত কাঠালিয়াবাসী!
কাঠালিয়া ব্লক এলাকার দক্ষিণের একাধিক পঞ্চায়েত এলাকার সাধারণ গ্রামীণ অংশের মানুষ বানরের উৎপাতে অতিষ্ঠ। শত শত বানরের দল চলতি আমন ধানের মৌসুমে এবার বাড়িঘরে পাকা ধান এনে বস্তাবন্দি করার সুযোগ থাকবে না এমনটাই পরিস্থিতি দাঁড়িয়েছে বানরের উৎপাতে।অন্যান্য বছরে তুলনায় এবারের বানরের উৎপাত অত্যাধিক।