গোপীবল্লভপুর ১: সারিয়া ৪ নং অঞ্চলে আয়োজিত বাংলার ভোট রক্ষা ক্যাম্পে সাধারণ মানুষজনকে দেওয়া হল সচেতনতার বার্তা, উপস্থিত বিধায়ক
গোটা রাজ্যজুড়ে চলছে “বাংলার ভোট রক্ষা” অভিযান। এই উদ্যোগের অঙ্গ হিসেবে সোমবার দুপুরে গোপীবল্লভপুর ১নং ব্লকের সারিয়া ৪নং অঞ্চলে অনুষ্ঠিত হয় এক বিশেষ ক্যাম্প।এই ক্যাম্পে জনসাধারণের স্বার্থে SIR ফর্ম সম্পর্কিত তথ্য ও প্রক্রিয়া নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়। সাধারণ মানুষকে ভোটাধিকার সংরক্ষণ ও গণতান্ত্রিক অধিকার রক্ষার বার্তা দেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দুলাল মুর্মু, গোপীবল্লভপুর ১নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হেমন্ত ঘোষ সহ অন্যান্যরা।