খাতড়া: হঠাৎ শব্দে সবাই চমকে উঠল; খাতড়া রানিবাঁধ ব্যস্ত রাস্তায় SDO মোড়ের নিকটে ধপ করে পড়ে গেল গাছ
ব্যস্ত রাস্তায় আচমকা বিপত্তি! টানা বৃষ্টিতে ভিজে নরম হয়ে পড়েছিল মাটি। আর সেই কারণেই রবিবার সন্ধ্যায় খাতড়া-রানিবাঁধ রাজ্য সড়কে ঘটে গেল অপ্রত্যাশিত ঘটনা। খাতড়া এসডিও মোড়ের কাছেই, দমকল দফতরের সামনেই হঠাৎ এক বিশাল গাছ ভেঙে সোজা পড়ে যায় রাস্তার মাঝখানে! মুহূর্তে থমকে যায় যান চলাচল, সৃষ্টি হয় আতঙ্ক খবর পাওয়া মাত্রই ছুটে আসে খাতড়া মহকুমা সিভিল ডিফেন্সের কর্মীরা। সঙ্গে আনা গাছ কাটার যন্ত্র দিয়ে দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। তড়িঘড়ি গাছ কেটে রাস্তা ফাঁকা করে তারা