ডিম উৎপাদনের মাধ্যমে গ্রামীণ এলাকার মানুষজনকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে উদ্যোগী হল রাজ্য সরকার। সেই উদ্যোগের অঙ্গ হিসেবে পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ বিভাগের পক্ষ থেকে মালদার হবিবপুর ব্লকে উন্নত প্রজাতির হাঁসের বাচ্চা বিতরণ করা হল। মঙ্গলবার হবিবপুর ব্লক প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে এবং হবিবপুর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় ব্লকের মোট ৪৫০ জন উপভোক্তার হাতে ২৮ দিনের উন্নত প্রজাতির হাঁসের বাচ্চা তুলে দেওয়া হয়।