কেতুগ্রাম ১: বিজেপি নামক ডাকিনী যোগিনীকে বাংলায় তথা আপনার গ্রামে পা রাখতে দেবেন না, কেতুগ্রামে বললেন কুনাল ঘোষ
আপনারা সুখে আছেন, শান্তিতে আছেন। ফলতো বিজেপি নামক ডাকিনী যোগিনীকে বাংলায় তথা আপনার গ্রামে পা রাখতে দেবেন না। এরা বিষ ছড়াবে। ভুল থাকলে নেতৃত্বরা শুধরে নেবেন। শনিবার আনুমানিক বিকাল ৫টা নাগাদ কেতুগ্রামের কান্দরায় বিজয়া সম্মেলনীর মঞ্চ থেকে কর্মীদের এমনই বার্তা দিলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ। তিনি এদিন কেতুগ্রাম-২ ব্লকের পাঁচুন্দির বিজয়া সম্মেলনীতেও যোগ দেন।সঙ্গে ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সহ অনান্যরা।