মাথাভাঙা ২: রুইডাঙ্গা সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনায় মৃত মহিলার মৃতদেহ ময়নাতদন্তের পর এলাকায় নিয়ে এলে শোকের ছায়া
মাথাভাঙ্গা ২ নং ব্লকের রুইডাঙ্গা সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনায় মৃত মহিলার মৃতদেহ ময়নাতদন্তের পর শনিবার বিকেল চারটে তিরিশ নাগাদ রুইডাঙ্গা এলাকায় নিয়ে এলে শোকের ছায়া নেমে এসেছে।জানাগেছে গতকাল রাতে এলাকায় মেলা থেকে ফেরার পথে একটি মোটরবাইকের ধাক্কায় গুরুতর জখম হয় সুখমনি বর্মন নামে এক মহিলা। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে আসে।সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।মৃতদেহ ময়নাতদন্তের পর এদিন পুলিশ মৃতদেহ পরিবারের