আমার পার্টি ছাড়া কেউ মুখ্যমন্ত্রী হতে পারবেনা হুমায়ূনের মন্তব্যকে গোসাবায় কটাক্ষ করলেন গোসাবা ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক তাপস মণ্ডল মঙ্গলবার রাত ১১-৩০ বাবরি মসজিদের শিলান্যাসের পরেই বার্তা হুমায়ুন কবীরের। সদ্য সাসপেন্ডেড তৃণমূল বিধায়কের গলায় শোনা গেল নতুন হুঙ্কার। নতুন দলের আত্মপ্রকাশের আগে সদ্য সাসপেন্ডেড তৃণমূল বিধায়কের গলায় 'কিং মেকার'-এর সুর।ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল নেতা ও বিধায়ক হুমায়ুন কবীর বলেন, 'আমার পার্টি ছাড়া কেউ মুখ্যমন্ত্রী হতে পারবে না।