শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে অসহায় মানুষের কষ্টও বাড়ছে। ঝাড়গ্রাম জেলা পুলিশ এগিয়ে এসেছে শীতার্ত ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে। রবিবার বিকেলে শিরিষবনী গ্রামে আয়োজিত বিশেষ কর্মসূচিতে প্রায় ১০০ জন দুঃস্থ মানুষের হাতে কম্বল বিতরণ করা হয়।ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের এই মানবিক উদ্যোগে উপস্থিত ছিলেন জেলা পুলিশের ডিএসপি - ডি এন টি দিব্যেন্দু সাহা, সাঁকরাইল থানার অফিসার-ইন-চার্জ নীলমাধব দোলাই সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীরা।