SIR এ নাম বাতিল নিয়ে রাজ্য জুড়ে চলছে রাজনৈতিক চর্চা। এরই মধ্যে চাঞ্চল্যকর তথ্য উঠে এলো পলাশীপাড়া বিধানসভার চাঁদেরঘাট পঞ্চায়েতে। এই পঞ্চায়েতের ২১৫ নম্বর বুথে ৪৯১ জন ভোটারের নাম ২০০২ সালের ভোটার লিস্টে থাকা সত্ত্বেও এস আই আরে নো ম্যাপিং এর অন্তর্ভুক্ত হয়েছে। আর চাঁদেরঘাট পঞ্চায়েতে সেই সমস্ত ভোটদের নিয়ে তেহট্ট ১ বিডিও অফিসে অবস্থান বিক্ষোভ ও স্মারকলিপি।