মানিকচক: বন্যার জল নামতেই অত্যন্ত বিপদজনক অবস্থায় ভূতনীর রাস্তা, দুর্ঘটনার কবলে পড়লো একটি মোটর বাইক
বাঁধ ভেঙ্গে বন্যা প্লাবিত হয়েছিল গোটা ভূতনি। তবে ইতিমধ্যেই প্লাবিত এলাকা থেকে জল নেমেছে রাস্তাগুলি থেকে জল নেমেছে। তবে রাস্তা গুলি অত্যন্ত খারাপ হয়ে যাওয়ার কারণে বালিমাটি ফেলে রাস্তায় কাজ করা হচ্ছে পঞ্চায়েত প্রশাসনের মাধ্যমে। এমন পরিস্থিতিতে অত্যন্ত বিপদজনক অবস্থায় রয়েছে রাস্তা গুলি। একটি মোটর বাইক খানাকোনদের মধ্যে পড়ে গিয়ে দুর্ঘটনা হয়। কমবেশি আহত মোটর বাইকের দুইজন।তবে উৎসবের দিনে রাস্তায় এত খারাপ থাকার কারণে খুব প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা।