ধর্মনগর: DYFI ও TYF এর যৌথ উদ্যোগে ধর্মনগর শহরে এক সুবিশাল মিছিল সংঘটিত হয়
একাধিক দাবীর ভিত্তিতে সোমবার উত্তর ত্রিপুরা জেলার জেলাসদর ধর্মনগর শহরে DYFI ও TYF এর যৌথ উদ্যোগে এক সুবিশাল মিছিল সংঘটিত হয়। এই মিছিল ডিএনভি রোডস্থিত সিপিআইএম পার্টি অফিস থেকে বের হয় শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এতে উপস্থিত ছিলেন যুবরাজনগরের বাম বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ সহ অন্যান্যরা।