কান্দি: কান্দির ছাতিনাকান্দি গুপিবাবু গোপী বাড়ি দুর্গাপুজোর বোধনের দিন থেকেই পুজোর সুচনা হল
মুর্শিদাবাদ জেলার কান্দির ছাতিনাকান্দি গুপিবাবু গোপী বাড়ি দুর্গাপুজোর বোধনের দিন থেকেই পুজোর সুচনা হল। সোমবার দুর্গাপুজোর বোধন ছিল। তাই সোমবার সকাল থেকেই ছিল ভক্তদের ভিড়। বোধনের দিন থেকে চলবে পুজো যা শেষ হবে দশমীর দিনে । ছাতিনাকান্দি গুপিবাবু বাড়ির দুর্গাপুজো ৪০০ বছরের প্রাচীন। দেবী এখানে চতুর্ভুজা রুপে পুজিত হন।