জাঙ্গিপাড়া: জাঙ্গিপাড়ায় ২২৬ ও ২২৭ নম্বর বুথে ভোট রক্ষা শিবিরে S.I.R ফর্ম পূরণ
জাঙ্গিপাড়া অঞ্চলের ২২৬ ও ২২৭ নম্বর বুথে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ বাংলার ভোট রক্ষা শিবিরে S.I.R ফর্ম পূরণের কাজ চলছে। এই শিবিরে উপস্থিত কর্মীরা বুথভিত্তিক নানা তথ্য সংগ্রহ ও নথিভুক্তিকরণের কাজ করেন। তৃণমূল কংগ্রেসের স্থানীয় কর্মীদের দাবি, তারা সাধারণ মানুষের পাশে থেকেই এই সমস্ত প্রক্রিয়ায় সহযোগিতা করে চলেছেন।