পাঁশকুড়া: পাঁশকুড়া স্বাস্থ্যকর্মী ধর্ষণের ঘটনায় কংগ্রেসের বিক্ষোভ হাসপাতালের সামনে উপস্থিত প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার
পাশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে মহিলা স্বাস্থ্যকর্মী ধর্ষণের ঘটনায় কংগ্রেসের বিক্ষোভ।উপস্থিত প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার।শুভঙ্কর সরকার বলেন ডেপুটি সুপার থাকা প্রয়োজন কিন্তু এই হাসপাতালে ওই পদ নেই।অভিযুক্ত আব্বাসের বিরুদ্ধে যাতে সুপার নিজে পদক্ষেপ নেন সেই অনুরোধ করেন সুপারকে।এই কেস টাও আর কিছুদিন পরেই আর জি করের মত অবস্থা হবে।এই হাসপাতালে অবিলম্বে একটি কমপ্লেইন বক্স এর ব্যবস্থা করা উচিত।