জয়পুর: ঝাড়খন্ড বর্ডার চিড়কামু এলাকা থেকে মাদক দ্রব্য সহ এক ব্যক্তি গ্রেপ্তার
জয়পুর থানার ঝাড়খন্ড বর্ডার চিড়কামু এলাকা থেকে মাদক দ্রব্য সহ এক ব্যক্তি গ্রেপ্তারের। মঙ্গলবার রাতে। ধৃত ব্যক্তির বাড়ি বাঘমুন্ডি থানায় এলাকায় বাড়ি। পুলিশ সূত্রে জানা যায় মাদক দ্রব্য পাচার করার সময় গোপন সূত্র খবর পেয়ে জয়পুর থানার বাগলতার ফাঁড়ির পুলিস তল্লাসি চালিয়ে । বুধবার সকালে জেলা আদালতে তোলো হয়।