কেতুগ্রাম ১: বর্ধমানে কৃষক সভার রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে, কর্মসূচিকে সফল করতে কেতুগ্রামের টিকুড়িতে মিছিল করল CPI(M)
আগামী ৭ই নভেম্বর বর্ধমানে কৃষক সভার ৩৮তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। আর সেই কর্মসূচিকে সফল করতে বুধবার আনুমানিক বিকাল ৫টা নাগাদ কেতুগ্রামের টিকুড়ি গ্রামে মিছিল করল CPI(M)। এই কর্মসূচিতে হাজির ছিলেন সংগঠনের পদাধিকারীরা। জানা গিয়েছে, একশো দিনের কাজ চালু করা, বিদ্যুতের মাশুল কমানো, স্মার্ট মিটার ও শ্রমকোর্ড বাতিল করা সহ একাধিক ইস্যুতে কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতি নিয়ে এদিন সোচ্চার হন সংগঠনের নেতারা।