ঝাড়গ্রাম: সন্তানের জন্মদিন উপলক্ষ্যে লোধা-শবর অধ্যুষিত জারালাটা গ্রামে স্বাস্থ্য শিবির চিকিৎসক বাবার
ছোট্ট তৃহাণের এটাই প্রথম জন্মদিন । নিজের সন্তানের মত অন্যান্য শিশুরাও সুস্থ সবল থাকে তার জন্য সন্তানের জন্মদিন উপলক্ষ্যে লোধা শবর পাড়ায় সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত স্বাস্থ্য শিবির করল ঝাড়গ্রামের জেনারেল মেডিসিনের চিকিৎসক ডাঃ শুভাশীষ মিশ্র। এদিন ঝাড়গ্রাম ব্লকের সাপধরা গ্রাম পঞ্চায়েতের লোধা শবর অধ্যুষিত জারালাটা গ্রামে স্বাস্থ্য শিবির আয়োজিত হয়। ফ্রিডম ফাউন্ডেশনের স্বপ্ন উড়ান পাঠশালায় শিবিরটি হয়।