কোচবিহার ১: ট্রাফিক আইন অমান্য করা টোটোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, কোচবিহারে জানালেন পুলিশ সুপার
সোমবার কোচবিহার জেলা পুলিশের সদর ট্রাফিক বিভাগের উদ্যোগে কোচবিহার শহরের একাধিক এলাকায় টোটোর বিরুদ্ধে অভিযান চালানো হয়। এই অভিযানের নেতৃত্বে ছিলেন ডেপুটি পুলিশ সুপার ট্রাফিক অঙ্কুশ সিংহ রায়। এ প্রসঙ্গেই কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান, ট্রাফিক আইন না মানা টোটো গুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং বাকি টোটো চালকদের সতর্ক করা হয়েছে। এদিন পুলিশ সুপার কি জানিয়েছেন শুনে নেব