ফালাকাটা: ফালাকাটা গোপনগর কিশোর সংঘ এবছর ৩১তম বর্ষ শ্যামা পূজা উদযাপন করেছে
ফালাকাটা গোপনগর কিশোর সংঘ এবছর ৩১তম বর্ষ শ্যামা পূজা উদযাপন করেছে। বিশেষ দৃষ্টিকোণ এই পূজায় বাংলার হস্তশিল্প ও কুটির শিল্পকে বিশেষ প্রাধান্য দিয়ে স্থানীয় শিল্পীদের সম্মান জানানো হয়। এ বছরের শ্যামা পূজায় পূজা উদ্যোক্তারা বাংলার ঐতিহ্যবাহী শিল্প ও কুশলতাকে সামনে রেখে বিশেষ সৃজনশীলতা প্রদর্শন করেছেন। স্থানীয় শিল্পীদের তৈরি নানা হস্তশিল্প সামগ্রী পূজা মণ্ডপে সাজানো হয়েছে, যা ভক্তদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে। উদ্যোক্তা কালাচাঁদ পগো বলেন, “আমাদের লক্ষ্