মুর্শিদাবাদ জিয়াগঞ্জ: ইসলামপুরে ১২ বাংলাদেশি নাগরিকসহ ১ ভারতীয় গ্রেফতার — চোরাপথে প্রবেশ ও আশ্রয়দানের অভিযোগে মামলা
মালদহ জেলার ইসলামপুর থানার পুলিশের এক সফল অভিযানে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে গতকাল হুরশি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চর গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে মোট ১৩ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে একজন ভারতীয় নাগরিক সাবের আলী (৩১) এবং ১২ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। গ্রেফতার হওয়া বাংলাদেশি নাগরিকদের নাম — মো. আউয়াল (২৫), আব্দুল খালেক (৩৮), সুমন আলী (৩০), সুকুদ্দিন (২৬), খবির (১৯), সহিদুল (৩৫), মো. সাব্বির (২২), মো. জিয়ারুল হক