বোলপুর-শ্রীনিকেতন: বোলপুর তৃণমূল কার্যালয়ে কালীপূজায় হাজির অনুব্রত মণ্ডল, প্রায় ৬০০ ভরি সোনার গহনা দিয়ে বিশেষভাবে সজ্জিত মা কালির আরাধনা
আজ কালীপূজার দিন বোলপুর জেলা তৃণমূলের দলীয় কার্যালয়ে মা কালীর দর্শন করলেন জেলা তৃনমূলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল। প্রথমেই জেলা তৃনমূলের দলীয় কার্যালয়ে ঢুকে রান্নাঘরে গিয়ে রান্নার সমস্ত কাজ খতিয়ে দেখলেন। পাশাপাশি জেলা তৃনমূলের দলীয় কার্যালয়ে উপরে এসে মা কালীর দর্শন করলেন এবং ভক্তি ভরে প্রণাম করলেন। আজ ২০ ই অক্টোবর আনুমানিক বিকেল ৩ টে ৩০ মিনিট নাগাদ অনুব্রত মণ্ডল বলেন,“এই একটাই পুজোতে আমি উপোস থাকি। প্রচুর মানুষ আসেন। সবাইকে প্রসাদ দেওয