রতুয়া ১: রতুয়া ১ ব্লকের সরকারি অনুমোদিত দুর্গাপূজা কমিটির কর্মকর্তাদের চেক প্রদান করল প্রশাসন
Ratua 1, Maldah | Sep 21, 2025 সরকারি অনুমোদিত দুর্গাপূজা কমিটির কর্মকর্তাদের হাতে রাজ্য সরকারের অনুদানের এক লক্ষ দশ হাজার টাকা করে চেক প্রদান করল রতুয়া ১ ব্লক প্রশাসন। প্রশাসনিক ভবন প্রাঙ্গনে আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে সমস্ত দুর্গাপূজা কমিটির কর্মকর্তাদের হাতে সরকারি বিধি নির্দেশ বোঝানোর পাশে সাথে চেক তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন,বিডিও রাকেশ টোপ্পো,বিধায়ক সমর মুখার্জী,থানার আইসি মানবেন্দ্র সাহা সহ প্রশাসনিক কর্মকর্তারা।সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন করতে প্রশাসনকে সহযোগিতার আবেদন করা।