বারাসাত ১: বামনগাছি সৌহার্দ্যের থিমের পূজা মন্ডপ ঘুরে দেখলেন জেলা পরিষদের অধ্যক্ষ, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যরা
এরাজ্যের কলকাতা সহ বিভিন্ন বড় বড় শহরে থিমের প্যান্ডেলের দুর্গা পূজা হয়। যা দেখতে ভিড় জমে মানুষের তবে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের বামুনগাছিতে প্রথমবার থিম দিয়ে মন্ডপ শয্য সাজিয়েছে মামুনগাছি সৌহার্দ্য এবং তাদের এই থিমের পুজো আজ ঘুরে দেখলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের অধ্যক্ষ আরশাদ উজ্জামান বারাসাত এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপত