রাজনগর: গাংমুড়ি-জয়পুরে বিজয়া সম্মিলনীতে রাজ্য বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, উচ্ছ্বাসে ভরল রাজনগর
রাজনগর ব্লকের গাংমুড়ি-জয়পুরে জেলা বিজেপির উদ্যোগে শনিবার বিকেলে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মিলনী অনুষ্ঠান। বিকেল পাঁচটা নাগাদ শুরু হওয়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। কার্যকর্তা ও স্থানীয় নেতৃত্বের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা করেন তিনি। রাজ্য রাজনীতি থেকে শুরু করে সংগঠনের বিস্তার—বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়। উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব ও বহু কর্মী-সমর্থক।