কালনা ১: SIR আতঙ্কে স্ট্রোক হয়ে বিছানায় শয্যাশায়ী কালনার মহাপ্রভু পাড়ার এক ব্যক্তি, BDO অফিসে সাহায্যের আবেদন জানালেন মেয়ে
SIR আতঙ্কে স্ট্রোক হয়ে বিছানায় শয্যাশায়ী কালনার মহাপ্রভু পাড়া এলাকার এক ব্যক্তি। জানা গিয়েছে দীর্ঘদিন ধরে কালনার মহাপ্রভু পাড়া এলাকায় ভাড়া থাকেন ক্ষিতীশ শর্মা। এস আই আরে ২০০২ সালের তালিকায় নাম নেই তার, একই সাথে তার বাবা-মা ছোটবেলায় মারা যাওয়ায় তাদেরও নাম পাচ্ছেন না তিনি। সেই আতঙ্ক থেকেই গাড়ি চালানো অবস্থায় তার স্ট্রোক হয়ে যায়। কোনক্রমে একজনের সহযোগিতায় ঐদিন বাড়ি ফেরেন তিনি, তারপরের দিনই ভর্তি হন কালনা হসপিটালে।