মঙ্গলবার দুপুর ২টো নাগাদ বসিরহাট দক্ষিণের সংগ্রামপুর সাহিত্য সংঘের মাঠে শুরু হলো ‘নরেন্দ্র কাপ’ মহিলা ফুটবল টুর্নামেন্ট। এই প্রতিযোগিতায় বসিরহাটের প্রান্তিক এলাকা সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, হাড়োয়া, বাদুড়িয়া, মিনাখাঁ এবং বসিরহাট দক্ষিণ ও উত্তর বিধানসভার মেয়েরা অংশ নেন। এদিন খেলোয়াড়দের উৎসাহিত করতে মাঠে উপস্থিত ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুকল্যাণ বৈদ্য। নারীদের খেলাধুলায় উৎসাহ দিতেই এই বিশেষ আয়োজন করা হয়।