বারাসাত ১: মিলন পল্লী ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের এ বছর তাদের থিম হাতে খড়ি
মিলন পল্লী ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের এ বছর তাদের থিম হাতে খড়ি প্রতিবছরের মতন এ বছরও আকর্ষণীয় ফিল্ম তৈরি করেছে মধ্যমগ্রাম মিলনপল্লী ইউনাইটেড স্পোটিং ক্লাবের পূজা কমিটির সদস্যরা। এবছর তাদের থিম হাতে খড়ি। এই থিম দর্শনার্থীদের মন জিতে নেবে এমনটাই দাবি পুজো কমিটির সদস্যদের। আজ সন্ধ্যে সাতটা নাগাদ পুজো কমিটির সদস্যরা কি বললেন শুনুন