রায়গঞ্জ: সাধারণ মানুষের জন্য চালু করা অন্নপুর্না ভান্ডারার ১৪০০ দিন পুর্তিতে স্টেডিয়ামের সামনে উপস্থিত বিধায়ক কৃষ্ণ কল্যাণী
সাধারণ মানুষের জন্য চালু করা অন্নপুর্না ভান্ডারার ১৪০০ দিন পুর্তিতে স্টেডিয়ামের সামনে উপস্থিত রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী৷ রবিবার দুপুরে কৃষ্ণ কল্যাণী জানান, বাবা স্বর্গীয় দীন দয়াল কল্যাণীর স্মৃতির উদ্দেশ্যে কল্যাণী পরিবারের তরফে এই অন্নপুর্না ভান্ডারা চালু করা হয়। সাধারণ মানুষকে এই গাড়ী থেকে বিনামুল্যে রুটি সব্জী বিতরণ করা হয়। সেই অন্নপূর্ণা ভান্ডারা গাড়ির ১৪০০ দিন পুর্ন হোলো। সেই কারনেই আমি এখানে খাবার বিতরনে সামিল হয়েছিলাম।