বালি পাচারে জড়িত থাকার অভিযোগে ডাম্পার ও লরির চালকদের গ্রেফতার করা হয়েছে।রবিবার সন্ধ্যে সাতটা নাগাদ আদালত সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম ফজল মণ্ডল ও নিজামউদ্দিন শা। গলসি থানার হরিপুর ও খেতুরা গ্রামে ধৃতদের বাড়ি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে গুসকরা বাসস্ট্যান্ডের কাছে ডাম্পার ও লরিটিকে আটকায় পুলিশ। ডাম্পার ও লরিটি গুসকরা–মানকর রোড ধরে মানকরের দিক থেকে আসছিল। চালকরা বালির বৈধ কোনও কাগজপত্র দেখাতে পারেনি বলে পুলিশের দাবি।