নানুর: ফের মানবিক উদ্যোগে নজির গড়লেন কীর্ণাহার থানার এক সিভিক ভলেন্টিয়ার
Nanoor, Birbhum | Oct 13, 2025 বছর ৯-র এক শিশুকে ফেরালেন কীর্ণাহার থানার সিভিক ভলান্টিয়ার সৌরভ চট্টোপাধ্যায়। শিশুটির বাড়ি অবশ্য কীর্ণাহার থানা এলাকাতেই।সোমবার দুপুরে শিশুটিকে নিয়ে বাসে চড়ে সিয়ান ডাক্তার দেখাতে যাচ্ছিলেন তার বাবা।কীর্ণাহারে বাস দাঁড়াতেই ছেলেকে বাসের সিটে রেখে বিশেষ প্রয়োজনে নেমে যান তিনি।এরই মধ্যে বাস ছেড়ে রওনা দেয় বোলপুরের দিকে।ছেলেকে না পেয়ে কার্যত দিশেহারা হয়ে ছোটাছুটি শুরু করেন ঐ ব্যক্তি।বিষয়টি নজরে পড়তেই তৎপর হন সিভিক ভলান্টিয়ার সৌরভ চট্টোপাধ্যায়।